অঘোষিত ঈশ্বরী
লিখেছেন - শুভশ্রী রায়
দামী বেনারসী,পারে স্বপ্নের জরি আয় মা, যুগ যুগ তোকে পার করি অভ্যস্ত মন্ত্র পঠিত হ'চ্ছে তড়িঘড়ি আয় রে, পৃথিবীর অঘোষিত ঈশ্বরী! তোর সত্তাকে প্রথা মতো হত্যা করি অথচ এসেছিলি হয়ে অনন্তের পরী। রক্তপাত ছাড়াই তোকে বলি দেব টুঁ শব্দটি করলে চামড়া তুলে নেব। দিয়ে দূর্বা,ফল,ফুল,বস্ত্র ও তাম্বুল তোকে দান করতে রাখব না মা ভুল দায়িত্বের হাঁড়িকাঠ, নিরাপত্তা ছুরি নারীমুক্তি ওপর ওপর কাটে বুরবুরি!
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন