অচল স্মৃতি
লিখেছেন - রবীন্দ্রনাথ ঠাকুর
আমার হৃদয়ভূমি-মাঝখানে জাগিয়া রয়েছে নিতি অচল ধবল শৈল-সমান একটি অচল স্মৃতি । প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি । যেখানে চরণ রেখেছে সে মোর মর্ম গভীরতম — উন্নত শির রয়েছে তুলিয়া সকল উচ্চে মম । মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে , সোহাগে হতেছে নত । আমার শ্যামল তরুলতাগুলি ফুলপল্লবভারে সরস কোমল বাহুবেষ্টনে বাঁধিতে চাহিছে তারে । শিখর গগনলীন দুর্গম জনহীন , বাসনাবিহগ একেলা সেথায় ধাইছে রাত্রিদিন । চারি দিকে তার কত আসা-যাওয়া , কত গীত , কত কথা — মাঝখানে শুধু ধ্যানের মতন নিশ্চল নীরবতা । দূরে গেলে তবু , একা সে শিখর যায় দেখা — চিত্তগগনে আঁকা থাকে তার নিত্যনীহাররেখা ।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন