অধরা
লিখেছেন - রবীন্দ্রনাথ ঠাকুর
অধরা মাধুরী ধরা পড়িয়াছে এ মোর ছন্দবন্ধনে। বলাকাপাঁতির পিছিয়ে-পড়া ও পাখি, বাসা সুদূরের বনের প্রাঙ্গণে। গত ফসলের পলাশের রাঙিমারে ধরে রাখে ওর পাখা, জরা শিরীষের পেলব আভাস ওর কাকলিতে মাখা। শুনে যাও বিদেশিনী, তোমার ভাষায় ওরে ডাকো দেখি নাম ধরে। ও জানে তোমারি দেশের আকাশ তোমারি রাতের তারা, তব যৌবন-উৎসবে ও যে গানে গানে দেয় সাড়া, ওর দুটি পাখা চঞ্চলি উঠে তব হৃৎকম্পনে। ওর বাসাখানি তব কুঞ্জের নিভৃত প্রাঙ্গনে।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন