আমার ধর্ম
লিখেছেন - শুভশ্রী রায়
তোমরা ধর্ম নিয়ে অনেক কথা বল। আমি বলি,তেমন ধর্ম মুছে যাওয়াই ভালো যার জন্য একে ওকে তাকে এক বুক কষ্ট নিয়ে পাকিস্তান, ভারত বা মায়ানমার ছাড়তে হ'ল। চাই না আমি সেই রকম ধর্ম যা যুগে যুগে অত্যাচারী'র বর্ম যা ভালোবাসতে, কাছে টানতে না শেখায় তেমন ধর্মে নেই আমার কোনো কর্ম। ধর্ম যখন ধর্ষণ আর খুনের সহজ পথ তখনই সে মানবতার চরমতম ক্ষত। তার থেকে সরে যেতেই হবে অনেক দূরে যে ধর্ম বলে গলা কাট, না মিললে মত। ধর্ম যখন গোমূত্র পান করতে শেখায় আঙুল তুলে কারুর 'ছোট' জাত দেখায় সে যখন জীবনটাকে বোরখা দিয়ে ঢাকে তেমন ধর্ম সবার আগে মানুষকেই ব্যাঁকায়। তেমন ধার্মিকের থেকেও থাকব আমি দূরে, যে খাচ্ছে সহজ প্রীতির শেকড় কুরে কুরে, যে শেখাচ্ছে জাত সত্য বাকি সব কিছুই মিছে কোনো দিনই থাকবে না সে আমার হৃদয় জুড়ে।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন