আমার মনের গহীন বাগে
লিখেছেন - বোরহানুল ইসলাম লিটন
আমার মনের গহীন বাগে খেলতো যেথা দুষ্টু টুনি, আজ সেথা ক্যান আটকে গেছে বুলবুলিটার ছোট্ট দুনি! বকুল জবা পাতার ফাঁকে হাসছে না ক্যান শ্যামার ডাকে! নাচছে না ক্যান কচি পাতা নতুন কলির বৃন্ত গুনি! শিমুল সেও ভুলছে কি ডাল ঝরা বেলীর গল্প শুনি? ভর দুপুরে ঝরছে কোথায় পথের পরে পলাশ ফুটি! এক পাশে তার দুলছে না ক্যান ছন্দ তলে মোরগ ঝুটি! শুভ্র মেঘের দেখে ভেলা গাইছে না ক্যান পিউ কোকিলা! করছে না ক্যান কোয়েল পেঁচা স্বপ্ন চষে লুটোপুটি! মান করে কি দক্ষিনা বাও আজ দিয়েছে সবার ছুটি?
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন