একটি সূর্য
লিখেছেন - বিপুল চন্দ্র রায়
হে সনাতনী হে হিন্দু জাগাও পাবক প্রাণ,কন্ঠে ফোটাও নিষ্ঠরতম গান। মোরা সারা বিশ্বের আভা মোরা সনাতনী মোরা হিন্দু মোরা গর্বিত বীর। মোরা জাগ্রত পরিবার,মোরা জাগ্রত সমাজ,মোরা জাগ্রত সনাতনী। মোরা এক সাথে থাকি,মোরা এক সাথে লড়ি,মোরা এক সাথে বাঁচি। মোরা সনাতনী,মোরা ঐক্য,মোরা একই সুতোয় গাঁথা একটি সূর্য।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন