কল্পনা নয় বাদ
লিখেছেন - শুভশ্রী রায়
এই গল্প কোথায় শুরু, ব্যাঙের ছাতার মতো বাড়ি আর কারো নয়, ছোট্টদের এ গল্প এক্কেবারে তারই! ব্যাঙ নয় সে বাড়িতে থাকে গোটা কয়েক পরী ছোট্ট বাড়ি, ছোট্ট পরী রূপকথায় ভাসায় তরী পড়া না পেরে খাই কত বকুনি ও মারই ত সত্বেও কেমন করে কল্পনাকে ছাড়ি? চোখের নিচে জলের দাগ হয় শুকিয়ে কালো খাদ তবু আমি পরীর কথা মনে করি, কল্পনা নয় বাদ!
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন