গোধূলি প্রেম
লিখেছেন - রহমান জুয়েল
আগুন লেগেছে ওই চোখে পুড়ে গ্যাছে মন, কেউ জানে না কার জন্য কে পোড়ে কখন! কত যে শুনেছি এখানে মন ভাঙার গান, শেষ বিকেলের প্রেম তুমি রাতে তানপুরার তান। পেলাব প্রেমের পিদিম জ্বলে হাজারও সাইক্লোন ঝড়ে, তবুও কেন তোমার জন্য সারবেলা মন পোড়ে। ভালোবেসেছি আমি তারে শত জনম ধরে, তোমারি অপেক্ষায় বসে আছি কখন আসবে ফিরে।। ---- সংক্ষিপ্ত
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন