চায়ের দোকানের ছেলে
লিখেছেন - শুভশ্রী রায়
অনেক আগেই কেঁদে শেষ হয়ে গেছে তোর ভোর সেই পাঁচ বছর বয়সেই কেটে গেছে শৈশব ঘোর প্রথম প্রথম কাপপ্লেট ধুতিস এখন দারুণ চা করিস সামান্য ফাঁকে কখনো কখনো কাগজ একটু পড়িস সারা দিন খাটা, মারধোর খাওয়া আর গালাগালি সহ্য করেই শিশু শ্রমিক আজ তুই আঠেরো হলি শোনা যায় আমাদের দেশে শিশুদের শ্রম নিষিদ্ধ তোর কষ্ট করে না রে সোনা, সমাজের বিবেক বিদ্ধ!
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন