নাছোড়বান্দী
লিখেছেন - শুভশ্রী রায়
কী অসহ্য বেদনা দিয়েছিলে অপমানে জ্বলে গ্যাছে হৃদয়ের চোখ। তবে এ রমণী সহজে ছাড়ে না চেপে গ্যাছে কী ভীষণ রোখ! ভালো আমি বাসবই এমন কী যদি তার জন্য যেতে হয়ও নরক। এত অসহনীয়তার পরেও ভুলিনি প্রেম থেকে ঝরে গ্যাছে শোক। ভেতরে এক কণা মৌ হয়নি তিক্ত, আজও গভীরেনিবিড়ে ভালোবাসি, নই তো স্তাবক। যদি বা জলে ভরে যায় সমস্ত চোখ তোমাকে দেখার জন্য দৃষ্টি'র পুনর্জন্ম হোক।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন