পুষিকে নিয়ে চারটি লিমেরিক
লিখেছেন - শুভশ্রী রায়
অভিনব পুষি আমার পুষি বিধাতার এক অনুপম সৃষ্টি নেই তার বড় মাপের মাছ চুরির হিসট্টি তার ওপরে ছড়াও লেখে ভালো এমন পুষি আর কার আছে, বলো? বেড়ালসুলভ চালচলনের সঙ্গে মিশে কৃষ্টি! দার্শনিক পুষি সারাটা দিন পুষিবিল্লি জীবন নিয়ে ভাবে মনে তো হয়, দার্শনিক সে হ'চ্ছে স্বভাবে এত বেশি ভাবা নয় খারাপ তবে মনের 'পর পড়বে চাপ ভাবি, কী করে সে খেলার সঙ্গী জোটাবে? বিদুষী পুষি পুষি আমার পাশ করেছে বি এ তাও ইতিহাসে সাম্মানিক নিয়ে আমি ভীষণ খুশি স্নাতক হ'ল পুষি! পড়বে আরো, এখন নয় বিয়ে। সৎ পুষি আমার পুষি বেড়াল ভীষণ সৎ আর স্পষ্ট বলে ন্যায়ের পথেই হাঁটবে, হো'ক না কষ্ট ধাক্কা খেয়েও বাঁচুক সৎ হয়ে মেরুদণ্ড যায় না যেন ক্ষয়ে ঈশ্বরের ইচ্ছায়, মূল্যবোধ হয় না যেন নষ্ট!
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন