পুষির টাটকা ছড়া
লিখেছেন - শুভশ্রী রায়
ম্যাও পুষির রোজ অন্তত একখানা টাটকা ছড়া চাই! বল তো, প্রত্যেক দিন নতুন ছড়া আমি কোথায় পাই? সোনাটা পুরনো ছড়া কিছুতেই শুনবে না গো দু'কানে! ছুটতে হয় আমায় খাতাকলম নিয়ে নতুন ছড়ার পানে। অদ্ভূত, আদুরে এই বেড়ালটার নব ছড়া শোনার বাই! দুধে-মাছে অন্য বেড়াল খুশি আর এটার ছড়ার খাঁই।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন