পুষি-পড়া
লিখেছেন - শুভশ্রী রায়
পুষি বেড়াল, পুষি বেড়াল, ভাঙল তোমার ঘুম? হ্যাঁ মাম্মা, উঠে গেছি, দাও না আমায় মিঠে চুম! কিন্তু তুমি শুয়ে কেন? ছাড় বিছানা আর বালিশ বোসো বই নিয়ে, প্রায়ই আসছে স্কুলের নালিশ। আসুক মাম্মা, আমার কাছে তোমার ছড়া আগে তোমার ছড়ায় আমার মনে আনন্দ-গান জাগে। ওরে পুষি,তাও করতে তোকে হবেই অনেক পড়া সহজ ছড়ায় জগৎ চলে না রে, দুনিয়া খুব কড়া!
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন