বৃষ্টি মানে

লিখেছেন - বোরহানুল ইসলাম লিটন

বৃষ্টি মানেই ঝাপসা দৃষ্টি দূর থেকে বহুদূর, বৃষ্টি মানেই খেরো খাতা টেনে হালখাতা সুমধুর। বৃষ্টি মানেই কাদা মাখা স্মৃতি খেদে উড়ু উড়ু মন, বৃষ্টি মানেই লোনা জলে ভেজা ফ্যাকাসে আস্তরণ। বৃষ্টি মানেই হৃদয়ের কোণে বিরহের লঘু চাপ, বৃষ্টি মানেই অগোছালো ঋণ ফুঁসে ওঠা সন্তাপ। বৃষ্টি মানেই ঝিম ঝিম কথা নিভৃতে ঝরা গান, বৃষ্টি মানেই খোলা বাতায়ন গোঁড়া-তেজী আনচান।