মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ! গীতিকাব্য
লিখেছেন - বোরহানুল ইসলাম লিটন
খেলিস্ নে তুই পথের বাঁকে ভুলে রে তার সঙ্গ – মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ! যুগল চোখের রঙ তামাশা মোহের সে তো ক্ষণিক আশা স্বপ্ন নয় কুরঙ্গ – মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ! মার্ রে তালা ক্রোধের ঘরে ধ্যান সাজাতে জ্ঞানের দরে ফেলে অচল ঢঙ্গ – মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ! খুঁজতে শুধু তারই চরণ গড় ও’ বুকে নামের ক্ষরণ নিদ্রা করে ভঙ্গ – মনটারে আর বানাস্ নে ভুজঙ্গ!
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন