মিস দুষ্টু পুষ্টু
লিখেছেন - শুভশ্রী রায়
খরগোশ আমি অ্যান্ডি নামের স্বভাবে বড়ই দুষ্টু সুযোগ পেলেই দৌড় আর লাফ, নই মোটেই শিষ্টু! রংটি আমার পুরোই সাদা, চোখ দুখানি লাল প্রায় দিনই করে ফেলছি অসংখ্য গোলমাল। সব কিছুই কাটিটাটি, মনের সুখে বড্ড চিবোই চাদরে বড় বড় ফুটো করে মাকে দুশ্চিন্তায় ডুবোই ঘুমটি বড় কম আমার আর পাতলাও সেই সঙ্গে সারাটা দিন স্যান্ডি সমেত ভারি নাচনকোঁদন রঙ্গে! দুই শশক আমরা সখী জন্ম থেকে সর্বদা এক সাথ আমাদের মা এনেছে মাথায় দিয়ে ভালোবাসার হাত বড় প্রিয় আমি মায়ের, মিস দুষ্টু পুষ্টু আমায় ডাকে রাগ করে না মৌ-মা, আমি যতই জ্বালাই তাকে!
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন