মুক্ত
লিখেছেন - বিপুল চন্দ্র রায়
হে মনুষ্য জীব_ বিশ্বব্রহ্মান্ডে সবকিছু স্রষ্টার সৃষ্টি,সব ভুলে হয়ে গেছি বেহুশ। করিনা স্রষ্টার নাম সংকীর্তন,করিনা বেদ পাঠ,গীতার জয়গান, বৃথা ক্ষয় পাপকাজে করছি জীবন। জ্ঞানী গুণীরা কয়...ধর্মগ্রন্থ পাঠ করিলে পাপক্ষয় হয়। হরিনাম জীবনে করো যুক্ত,তবেই পাবে সর্বত্র থেকে মুক্ত।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন