মৃত গাছ

লিখেছেন - অভিজিৎ হালদার

পৃথিবীর বুকে জন্ম নেওয়া গাছেদের করুন অবস্থা দাঁড়িয়ে আছে আপন গতিতে সবুজের মাঝে কংক্রিটের স্তূপে। বিশাল অট্টালিকার পাতালপুরী এই তো আমাদের সোনারতরী দেহহীন বাগান বাড়ি চলে যায় ভবের কলি। লাগিয়ে ছিলাম গাছের সারি হয়ে গেছে ধ্বংসে বলি, নেই কোনো জায়গা আছে শুধু......! বেঁচে ছিল একটি গাছ গিয়ে ছিলাম গ্রামে এসে দেখি নেই আর! হয়ে গেছে মৃত আজ। পৃথিবীর বুকে জন্ম নেওয়া গাছেদের করুন অবস্থা শিল্পের কালো ধোঁয়া করেছে গাছেদের শান্ত, এই তো আমাদের মৃত গাছ।। ০৭০৯২০১৯