মানুষের পশু চেয়ে অধম

লিখেছেন - মোঃ শামছুউদ্দিন হাওলাদার

মানুষ তুমি মান্যগণ্য, মানুষ তুমি ধন্য। মানুষ তুমি সেরা জীব, তুমি হবে শূন্য। মানুষ তুমি পশু রূপে, করো হাজার পাপ! মানুষ তুমি মানুষ রূপে, সৃষ্টির সেরা অভিশাপ। পশু তুমি নও তো মানুষ, মানুষ কেনো পশু! মানুষ তুমি সত্য তবে, কেনো মিথ্যের পিছু। মানুষ তুমি পশু রূপে, হাজার করো ধর্ষন! মানুষ তুমি মানুষ হও, পশুত্ব করবে না কভু অর্জন। মানুষ তুমি পশুদের, কেনো করো আঘাত? মানুষ তোমার পশুদের মধ্যে, থাকে না কোনো বিভাদ। মানুষ তুমি মানুষ রূপে, হাজার করো ভ্রান্ত। মানুষ তুমি সেরা জীব, পশুত্ব করো উপার্জন। মানুষ তুমি দারিদ্র্যের ধন, করো আত্মসাৎ! মানুষ তুমি পশু রূপি, সৃষ্টির সেরা অভিশাপ।।