যোনি
লিখেছেন - শুভশ্রী রায়
আমারই একান্ত, নিজস্ব, ব্যক্তিগত যোনি হয় নাকি পুরুষের একতরফা ফুর্তির খণি? তোমরা তো অবশ্যই কেটে নেবে উদ্ধত জিভ যদি বলি, যে কোনো ন্যাংটো পুরুষ নয় শিব যে কোনো পুরুষ তো নয় সেই নিঃস্বতম রাজা যে কোনো পু্রুষ চামড়ার আরাম চায় তাজা। তাহলে কেন ভেতরপাপড়ি খুলবে তার জন্য? ক্রূঢ় যৌনলাঠি ঢুকলেই হয়ে যাবে পুরো ধন্য? আমার গভীরে ফুল যে কোনো স্পর্শে না ফোটে যে কেউ ঢুকো না আমার যোনিতে বর্বর দাপটে নিয়ে অনেক সোহাগ কিছু স্বপ্ন আর ভালোবাসা তবে যেন হয় মধুময় এই প্রদেশে যথাযথ আসা।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন