রসপুণ্য
লিখেছেন - শুভশ্রী রায়
ঠাকুর রামকৃষ্ণদেব, কৃপা করে আমায় রাখবেন একটু রসেবশে জীবন নিংড়ে নিতে চায় সব মধু, শেখাতে চায় কঠোরতা কষে এত কষ্টের মধ্যেও খানিক হাসি, আনন্দ ছাড়া দিন যেন না কাটে একটু আনন্দস্থান দেবেন আমায় জগৎব্যাপী রসের বিরাট হাটে দুঃখ সেজে ডাকাত এলেও মৌ-ভান্ডার যেন কভু না হয় মধুশূন্য সংগ্রাম, উপাসনা সব চলুক কিন্তু প্রভু, রসের চর্চাও তো পুণ্য!
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন