রায় মহাশয়
লিখেছেন - শুভশ্রী রায়
সেরা দাবাড়ু তুমি রায় মহাশয়! একটিও চাল না চেলেই জয় করে নিলে আমাদের হৃদয়। তোমার ফেলুদা এখনো ঘোরে আপামর বাঙালি'র হাত থেকে হাত! এখনো এক ডজন গল্পের টানে মুগ্ধ পাঠক জাগে রাত। তোমার লেখা আর ছবি আঁকা দু'টোই অপূর্ব, মনে করে রেখাপাত। কী সিনেমা, কী লেখা সব জায়গায় বিশপ লেফ্রয় রোডের দীর্ঘদেহী, সীমাহীন বুদ্ধিতে উজ্জ্বল রায়বাবু তুমি করে দিয়েছ কিস্তিমাত! পথের পাঁচালি দিয়ে হল তোমার জয়যাত্রার শুরু, বাঙলা চলচ্চিত্রের তুমি গুরু। তুমি মহা-নাগরিক, নিজেদের আগ্রাসী জন-অরণ্য ছেড়ে তোমার অরণ্যের দিনরাত্রিতে নিতে পারি আমরা আশ্রয়। আজ ওই পারে হয়তো বা শতরঞ্জ খেলো কোনো মহাজাগতিক দাবাড়ুর সাথে! সহজাত সারল্যে ভরা সমস্ত অপু আর ততটা সরল নেই যারা, বাঙলার সমস্ত হরিহর আর সর্বজয়া তোমাকে করে বিনম্র প্রণাম, হোক সত্যজিৎ রায় নামে অপূর্ব স্রষ্টা'র মহাকাল বিজয়।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন