শনি
লিখেছেন - শুভশ্রী রায়
আমাদের সৌর জগতের সবচেয়ে সুন্দর গ্রহ তুমি কী জানি কেমন, কতটা কর্কশ তোমার রহস্যভূমি! বলয়গুলো ধুলো, বরফ ও পাথর কুচি দিয়ে তৈরি পৃথিবীর মানুষের জন্য নিশ্চয় সে পরিবেশ বৈরী বলয়ব্যবস্থা তোমার অপরূপ সুন্দর মহাজগতিক দেখতে ইচ্ছে করে অনন্তকাল ধরেই, নয় ক্ষণিক! জ্যোতিষ শাস্ত্র বলে তুমি কর্ম ও ন্যায়বিচারের গ্রহ অত মানি না মানি, ব্যাপকতার জন্যই করি সমীহ।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন