শান্তি চাই
লিখেছেন - বিপুল চন্দ্র রায়
জয় হিন্দ জয় হিন্দু তুমি কি হিন্দু জাতি বলে যাও বন্ধু? হিন্দু জাতির প্রাণের আবেগ আজ পুষ্পিত সৌরভ। গ্রাম নগর বন্দর শহর যে যেথায় থাকোনা কেনো, হিন্দু জাতির ধর্ম রক্ষায় এসো ধর্ম ধারণ করো। অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখো। এই পৃথিবীতে আমরা একটু শান্তি চাই। সারা বিশ্বের হিন্দু জাতি একটু শান্তি চাই। আমাদের হিন্দু জাতির প্রার্থনা আজ শান্তি। শান্তির জন্য একদিন মোরা সংগ্রামের দিব ডাক। জাগো বাহে হিন্দু জাতি কোনঠে সবায়।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন