সেই তুমি
চোখ দুটি তার কাজল কালো
চাদের মতো রুপ.
পাগল করা হাসি যেন
মায়ায় ভরা মুখ.
মধুর মতো মিষ্টি কন্ঠ
শুনতে লাগে ভালো.
হার মেনে যায় তার কাছে যে
চাদের জ্যোসৎনা আলো.
এত দেখি তবু যেন
ভরে নাকো মন.
হয়তো সে আজ অন্য কারো
হয়েছে আপনজন.
মায়া বাধন রাখবো তোকে
লেখক-শামছুউদ্দিন হাওলাদার
গালি দিস রাগ করিস
তুই আমার প্রাণ,
মারিস কাটিস মন্দ বলিস
আমি থাকবো জন্য ।
দুঃখ দিস কষ্ট দিস
ফেলে যাবোনা তোকে,
মায়ার বাঁধনে বেধেঁ রাখবো
সারাজীবন এই বুকে।
মান করিস অভিমান করিস
যতই কাঁদাস আমাকে,
তোকে নিয়েই স্বপ্ন সাজাই
থাকবো আমরা সুখে।
আমার দুঃখে কাঁদিস তুই
আমার ব্যথায় জ্বলিস,
কষ্ট ভরা নীল চাদরে কেন
নিজেকে জড়িয়ে রাখিস?
আমি যদি না থাকি আর
হারিয়ে যাই গহিন বনে,
মেঘের সংগে মিতালী করিস
দুঃখ বলিস আপন মনে।
চাঁদের আলো দিলাম তোকে
যতন করে রাখিস,
আলোকে আমি ভেবে তুই
নিজের করে দেখিস।
আমায় যখন পরবে মনে
দখিনা বাতাস কে ডাকিস,
আসবো আমি বাতাস হয়ে
বুকের ভেতর রাখি।।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন