শেষ পরিণতি
লিখেছেন - অভিজিৎ হালদার
শেষ পরিণতি - অভিজিৎ হালদার মাঝে মাঝে গভীর সমুদ্রে বৃষ্টি ভরা দিন দেয় এঁকে, উতপ্ত সূর্য এর আলোয় এই সোনালী ভরা দিন। আর ঘাসের উপর ফেলে সোনার মতো উজ্জ্বল রং। বাতাসেরা ঘরে ফিরে আসে গ্রীষ্মের পাতাঝরার মতো। কত না সুন্দর গোলাপের বিলাসিতা কে নষ্ট করে, শুকনো পাতাঝরার পাপড়ির কত না দীর্ঘ রহস্য, আর দূর আকাশের দীর্ঘশ্বাস। কখনও কখনও ভেসে আসে দূর বনাঞ্চল থেকে, পশুদের আর্তনাদ। রাতের নির্জন অন্ধকারে শিকার হয় তারা ! আর ভোরের এই নির্জন সকালে পারি দেয় বর্বর এই মানুষেরা, গভীর সমুদ্র হতে। কত না তাদের মূল্যবোধ এটাই কী তাদের মানবিকতা! যারা নষ্ট করে সমাজ কে তাদের নেই কোনো পাপবোধ বিবেকের মানবিকতা নষ্ট হয় তাদেরই করাল গ্রাসে।। ২০০৪২১
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন