সয়েই সাজাবো আমি!
লিখেছেন - বোরহানুল ইসলাম লিটন
আবার যাবোই ওই বটগাছ তলে জানি গো-শালিক আর মেলবে না ইশারার জের, হবে না ব্যাকুল সেই হংসের দল আমাকে দেখেই পাশে সচকিত মাথা তুলে ফের। সদলে দুলেও যদি কলমির ফুল উছল খুশিতে তবু মাতবে না ফড়িঙের ছানা, দখিনা বাতাস এসে লকলকে ক্ষেতে চষতে সতেজ চুমু দিবেই না অবিরত হানা। দেখতে অস্থির ভাল ভুখা মাছরাঙা হারায়ে খলশে মাছ ভাববে না কাঁকড়ারে দোষী, পেয়েও পড়ন্ত বেলা তেজী কানাবগি নির্মল জলের বুকে খুঁজবে না বাঁকা চোখে শশী। ছানতে ওদেরই কথা অপেক্ষার ঘাতে জানি এ’ হৃদয় হবে অবেলায় খুব বেশী ভারি, সয়েই সাজাবো আমি খুব সযতনে সাঁঝের বাগানে এক জোনাকির ক্ষীণ আহাজারি।
কবিতাটি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করুন
বাংলা কবিতা'য় লগইন করুন
যদি একাউন্ট না থাকে !... রেজিস্ট্রেশন