শেলের ব্যথা বুকে ঝরিছে জল চোখে
পুত্র হারানোর কান্নায় মা বাবা ব্যথিত শোকে।।
পিতার কাঁধে পুত্রের নিথর দেহের খাটিয়া
পৃথিবীর ভারী বোঝা বহন করছেন হাটিয়া ।।
জানি পৃথিবীতে আর ফিরিবেনা প্রয়াত আবরার
বৃদ্ধ দাদা বাকরূদ্ধে হাহুতাশে পথপানে বারবার ।।
পুত্র হারানোর শোকে পিতামাতার আর্তনাদ – আহাজারি
বঙ্গভূমির আকাশে ক্রমশ বাতাস হচ্ছে ভারী ।।
সত্যের দ্বারে তালা মিথ্যার দ্বারে খৈ
দিনকতেক চলবে মিটিং মিছিল আর হৈচৈ ।।
স্বপ্ন হয়েছে দুঃস্বপ্ন শিক্ষাংগনে মেধাবী বিপন্ন
অনিশ্চিত পরিমন্ডলেহেন অনিশ্চিত উচ্চশিক্ষা সম্পন্ন।।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রতিষ্ঠানের আবাসিক হলে
তৈরি হয়েছে টর্চার শেল আবাসনের স্থলে ।।
বুয়েট নামক সুনামধন্য সর্বোচ্চ বিদ্যাপীঠের দৃশ্য
অবলোকনে স্তম্ভিত গোটা দেশবাসী -বিস্মিত বিশ্ব।।
আগামী প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র মেধাবী আবরার
স্বপ্ন পুরণের আশায় জীবন গেল তার ।।
কালি কলম মন এঁরা তিন জন
বিদ্যার তরে পুস্তিকা -অনুশীলন শ্রেয় ধেয়মন ।।
শিক্ষাংগনে অস্ত্রের ঝনঝনানি সজীব প্রাণের অসুরবাণী
মুর্ছিত কালির লিখণি শিক্ষার নামে কোরবানি ।।
পরম যত্নে লালিত সন্তানের ভবিষ্যতের আখরে
সর্বোচ্চ বিলিয়ে বুকভরা আশায় পাঠায় তারে ।।
বুকে বেধে পাথর অর্ধাহারে জীর্ণ কাতর
ভাবেনি কো বাবামা ফিরিবে সন্তান মৃতদেহ নিথর ।।
হে বঙ্গজননী কেন শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি
আবরার ফাহাদ কাহিনি বুয়েটের সদ্য কুলখানি ।।
আবরার ফাহাদের মৃতাত্ত্বা জাগায়নিকো বিবেকস্বত্তা
ধিক্কৃত সব বিবেকস্বত্তা একি স্বাধীনতার নিরাপত্তা ।।
আবরার ফাহাদের শহীদের বদৌলতে বিবেকাত্ত্বার আদালতে
নিশ্চিত হউক কোন স্বজনকে যেন নাহয় কাঁদিতে ।।
সমাপ্তি ।।