আবুল হাসান

কবিতা - এই নরকের এই আগুন

লেখক: আবুল হাসান

ভীরু বালকেরে বাড়ীঘর দাও
মাতৃনিবাসে মেট্রন দাও
পার্কে ছড়াও যুঁইফুল
ঘাস অনিদ্র,

জোড়াখুন হোক একটু ভদ্র
কবিরা লিখুক দু’এক ছত্র প্রেমের গান!

হে মেঘ, পাবন বৃষ্টি দাও
গলাকাটা দিন সুদূরে সরাও–
নারীর মতোন পেটে তুলে নাও সুসন্তান!

ক্ষণিক আমরা, ভালোবাসা থাক
পথে পরাজিত হওয়া সরে যাক
পাতা ঝরাদের দলীয় ঝগড়া, অসন্মান!

যা কিছু অমল ধবল বাষ্পে
তৃণ কুসুমের কোমল শষ্পে
সুসময় এসো মাড়িয়ে মাড়িয়ে মৃত্যু খুন!

হে জল নেভাও
নেভাও হে জল, এই আগুন!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন