জলসত্তা
আবুল হাসান
হাঁটুজল পেরিয়ে এসেছি,-মানে প্রথম যৌবন
বৃক্ষের কুসুমদল জনসেবকের মতো ডাকছে এখন, যাবো
পেশ করতে হবে কিছু জরুরী সংবাদ, ছবি, প্রদীপের আলো।
আমাকে দাখিল করতে হবে কিছু কোমল গল্পের নক্সা
মানুষের ইতিহাস, অগ্রগতি, গোলাপের শিল্পের দলিল :
আমার শরীরে জাগো, হে তরল ধবলদুহিতা!
বুকজল পেরিয়ে এসেছি,-মানে পিতামহ, তাদের শতক!
পুরনো বকুল ভিটে বৈষ্ণবীর মতো ডাকে যাবো :
তাদের দেখাতে হবে হারানো আখড়ার ছাঁদ কীর্তনের গান!
আমাকে শোনাতে হবে সেই কবেকার এক সত্যমাথুর :
প্রবাহ নদীর প্রাণ,–নাবিকের দল ফিরে এসো,
আমার দু’পাশে আজ মরা ঢেউ, অভিভূত অন্য বন্দর!
গলাজল পেরিয়ে এসেছি, মানে জীবনের সকল সন্দেহ :
এখন অন্যেরা কার করুণার ভিক্ষা চায়—যাবো
তাদের গলায় দেবো আমার আরাধ্য মালা, সকলের ভালো।
আমাকে গ্রহণ করতে হবে সব মানুষের উত্থান পতন;
জয় পরাজয় বোধ, পিছু ফেরা সামনে তাকানো–
আমার অনলে আজ জাগো তবে হে জীবন, জয়শ্রী জীবন!
বৃক্ষের কুসুমদল জনসেবকের মতো ডাকছে এখন, যাবো
পেশ করতে হবে কিছু জরুরী সংবাদ, ছবি, প্রদীপের আলো।
আমাকে দাখিল করতে হবে কিছু কোমল গল্পের নক্সা
মানুষের ইতিহাস, অগ্রগতি, গোলাপের শিল্পের দলিল :
আমার শরীরে জাগো, হে তরল ধবলদুহিতা!
বুকজল পেরিয়ে এসেছি,-মানে পিতামহ, তাদের শতক!
পুরনো বকুল ভিটে বৈষ্ণবীর মতো ডাকে যাবো :
তাদের দেখাতে হবে হারানো আখড়ার ছাঁদ কীর্তনের গান!
আমাকে শোনাতে হবে সেই কবেকার এক সত্যমাথুর :
প্রবাহ নদীর প্রাণ,–নাবিকের দল ফিরে এসো,
আমার দু’পাশে আজ মরা ঢেউ, অভিভূত অন্য বন্দর!
গলাজল পেরিয়ে এসেছি, মানে জীবনের সকল সন্দেহ :
এখন অন্যেরা কার করুণার ভিক্ষা চায়—যাবো
তাদের গলায় দেবো আমার আরাধ্য মালা, সকলের ভালো।
আমাকে গ্রহণ করতে হবে সব মানুষের উত্থান পতন;
জয় পরাজয় বোধ, পিছু ফেরা সামনে তাকানো–
আমার অনলে আজ জাগো তবে হে জীবন, জয়শ্রী জীবন!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন