হাসান জামান

কবিতা - কারো পানি লাগবে পানি

লেখক: হাসান জামান

আহা! আমি যদি থাকতাম তোমাদের দলে
ভয়ংকর রণাঙ্গনে বারুদ আর বুলেটের নলে
রক্তাক্ত বেদনার গোলাপ হয়ে ফোটা ফুলে –
তারুণ্যের প্রতিবাদী মৃত্যু মিছিলে মুষ্ঠি তুলে!

দাঙ্গার আগুনে নিঃস্ব জমীন তৃষিত কাতর পরাণ
মুগ্ধের ঠোঁটে উড়ে মেঘ বৃষ্টি ঝড় জীবনের গান
অবাক আকাশ চোখে তার জল এ কোন শিশু
রাজপথে এসেছে নেমে বিপ্লবী বাংলায় নতুন যিশু!

আমি শুনি দোয়েলের শিস ছুটে আসে ভোর
শার্শিতে শিশির কণা খুলে দ্যায় দোর!
জেগে উঠে বৃক্ষেরা ডানা ঝাপটায়
এক ঝাঁক পাখি উড়ে আসে দুখী বাংলায়!
আচমকা ঘুমো ঘোরে শুনি – সাম্যের বাণী
“তোমাদের কারো পানি লাগবে পা-নি “–
এতো আমাদের আদরের শহীদ শিশু মুগ্ধের ডাক
দোর খুলে দাঁড়াই পথে, সকল আঁধার দূর হয়ে যাক!

২৪২
মন্তব্য করতে ক্লিক করুন