কবিতা - প্রতিশ্রুত প্রতিশ্রুতি

মোঃ আব্দুল মজিদ এনডিসি

আকাশেও নাই পাতালেও নাই
এমন কথাটি কী
তোমার সাথে হয়েছে দেখা
সত্য জেনেছি
হয়তো হবে আবার দেখা
কোথাও এমনকি
স্বর্গেও নয় মর্ত্যেও নয়
শুন্যে ভেসেছি

২৪২
মন্তব্য করতে ক্লিক করুন