মোঃ শামীম হোসেন

কবিতা - মৌমাছি ছোট পোকা

লেখক: মোঃ শামীম হোসেন

মাত্রাবৃত্ত ছন্দ ; মাত্রা => ৪+৪/৪+৪/৪+৪+২

মৌমাছি ছোট পোকা
কর্মে থাকে সদা সখা
আহরণে যাই ফুল বনে ;
ফুলে ফুলে মধু লুটে
আনে তারা চেটেপুটে
ফুলবনে যাই খনে খনে ।

মৌচাকে মধু ধরে
কত তারা শ্রম করে
ভেঙে আনে বাওয়াল ভাই ;
তিলে তিলে রাখা মধু
মনে সুখে খাই যদু
মৌমাছি খেতে নাহি পাই ।

মৌমাছি বড় বোকা
বারে বারে খাই ধোকা
তবু তারা নাহি বসে থাকে ;
বনে বনে ঘুরে ফিরে
দিন শেষে আসে নীড়ে
ফুল খোঁজে বনের ঐ বাঁকে ।

১২৩
মন্তব্য করতে ক্লিক করুন