কবি ইমদাদ শাহ্

কবিতা - জুলাই স্মৃতিস্তম্ভ

কবি ইমদাদ শাহ্

যে স্মৃতির মিনারে রয়েছে দাঁড়িয়ে
আমার বিপ্লবী বীর ভাই
যেখানে ঘুমিয়ে গেছে শত শত মুগ্ধ
বাংলার আকাশ বাতাসকে করেছে যারা স্নিগ্ধ
সীমার মাঝে অসীমের সে পথ
সেখানে বীরবসুদেরই খুঁজে পাই
শোধ হবে না তাদের ঋন
কভু শোধ হবে না তাদের এ ঋন
স্বাধীনতার সে রুদ্র পথ-
অনেক রক্ত দিয়ে গড়া এ স্মৃতির মিনার
অশ্রু অনল দ্রোহের আগুনে
পুড়ে পুড়ে ছাই হয়েছে এ মাটি
জেনে রেখো তবে এ বাংলা আমার
বিপ্লবী ভাইদের দূর্জেয় ঘাটি
নীরিহ কোন প্রতিবাদী মুখের
রক্তে আর না ভিজুক এ দেশের মাটি
আর যেন ঝরে না কোন ভাইয়ের রক্ত
ধর্ষিত হয় না কোনো বোন কোনদিন
জেনে রেখো এ বাংলা আমার
বিপ্লবী ভাইদের দূর্জয় ঘাঁটি

২৬৩
মন্তব্য করতে ক্লিক করুন