২৪শের ছাত্র আন্দোলন

কবি ইমদাদ শাহ্ কবি ইমদাদ শাহ্

এক বিপ্লবী ছাত্র অভ্যুত্থান!
লাশ আর লাশ উন্মত্ত লাশের খেলা
দানবের থাবায় মানবের ধ্বংস লিলা
দিকে দিকে দুর্গত পঙ্গু-ক্ষত-বিক্ষত
এ যুদ্ধ এ সংঘাত যেন বিরুদ্ধ হতাহত
দানবের সাথে দানবের উষ্ণ আহলাদি
শাসনের স্টিম রুলে অবরুদ্ধ বিবাদী
শানিত-কন্ঠে বিপ্লবী আপামর
প্রতি বিপ্লবে জেগে ওঠে স্বৈরাচার
এমন রক্তাক্ত বাংলাদেশ আগে কেউ দেখিনি
স্তম্ভিত আমি! স্তম্ভিত কন্ঠে গেয়ে উঠলাম
ছাত্র সমাজ কন্ঠে তোল মুক্ত আওয়াজ
মুক্তি পাক গণতন্ত্র মুক্তি পাক আম জনতা
জ্বালাও জ্বালাও বহ্নি শিখা দেশের তরে মৃত্যু টীকা
তোমার হও নিত্য সাথী নিত্য যেথায় কালো রাত্রি !
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৭০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন