হাসান জামান

কবিতা - আকাশ ছোঁয়া স্বপ্ন ওদের

লেখক: হাসান জামান

কান্না গুলো রান্না করে পাঠাই আকাশ নীলে
কান্না কিসের লিখতে গিয়ে চমকে উঠে পিলে!
আঁদাড় বনে শেয়াল রাজা উড়ছে শকুন চিলে
সত্য কথা বলতে গেলে খাচ্ছে মানুষ গিলে!
উর্দি পরে বর্গী সেজে রক্ত খেকো ড্রাগন
শহর নগর গঞ্জে গ্রামে ঝরায় রক্ত প্লাবন।
ভয় পেওনা রুখে দাঁড়াও সাইদ আছে সংগে
বুলেট বোমা টিয়ার গ্যাস মাখো সোনার অঙ্গে!
তিতুমীরের কন্যারা আজ পরেছে লাল শাড়ী
স্বৈরাচারের পতন ছাড়া ফিরবে না সে বাড়ি!
আকাশ ছোঁয়া স্বপ্ন ওদের ওরা সবাই জিনযে
রক্ত দিয়ে আনলো কিনে মুক্ত স্বাধীন দিনযে!

১৯২
মন্তব্য করতে ক্লিক করুন