মা স্বর্গ সুধা
মোঃ শামীম হোসেন
মা জননী হিরার খনি
স্বর্গ সুখে শুধা ;
মায়ের সেবায় স্বর্গ মেলে
দিবেন নিজে খোদা।
মায়ের দোয়ায় স্বর্গ সোপান
নাও গো মায়ের যত্ন ;
বিচারপতি স্রষ্টার তরে
হবে তুমি শ্রেষ্ঠ রত্ন।
স্বর্গ তোমার আপন গৃহে ;
মাকে খুশি রাখলে।
পাবে তুমি মাপ অভিশাপ ;
মাকে সেবায় আগলে।
মায়ের মনে কষ্ট দিলে
কেপে ওঠে আসমান ;
এই জঘন্য কাজ করো না
কুমন্ত্রণা করে শয়তান।
জানায় আমি সবার তরে
এই মিনতি দাবি ;
মায়ের সেবা যত্নয় তুমি
জান্নাত ঘরের চাবি।
{ সমাপ্ত }
রচনা :- ০৩.০৭.২৪ ইং।
স্বর্গ সুখে শুধা ;
মায়ের সেবায় স্বর্গ মেলে
দিবেন নিজে খোদা।
মায়ের দোয়ায় স্বর্গ সোপান
নাও গো মায়ের যত্ন ;
বিচারপতি স্রষ্টার তরে
হবে তুমি শ্রেষ্ঠ রত্ন।
স্বর্গ তোমার আপন গৃহে ;
মাকে খুশি রাখলে।
পাবে তুমি মাপ অভিশাপ ;
মাকে সেবায় আগলে।
মায়ের মনে কষ্ট দিলে
কেপে ওঠে আসমান ;
এই জঘন্য কাজ করো না
কুমন্ত্রণা করে শয়তান।
জানায় আমি সবার তরে
এই মিনতি দাবি ;
মায়ের সেবা যত্নয় তুমি
জান্নাত ঘরের চাবি।
{ সমাপ্ত }
রচনা :- ০৩.০৭.২৪ ইং।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন