অচিন নগরে

হাসান জামান হাসান জামান

অচিন নগরে এতো কোলাহল
ভাঙিল না ঘুম কারো
কেন ভাঙিল না ঘুম
রাত্রির কাছে এ প্রশ্ন আমারো!

ভাঙিল না ঘুম ফুল ও পাখির
বৃক্ষের কলতানে
কোন মোহে জাগিলো না প্রাণ
চাহি অসীমের পানে!

এ নগরে জাগিল না কেউ
গুম হয়ে গেছে ভালোবাসা ঢেউ
প্রেমহীন মানবতা গহীন পাথারে কাঁদে
কাঁদে প্রাণ অনাদরে
ওগো প্রিয়তম!
অচিন নগরে প্রেম বাহুডোরে
কে আমায় বলো সাধে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন