কবিতা - ছাগল হব অমরেশ বিশ্বাস ছড়া ছাগল হব অমরেশ বিশ্বাস ছাগ শিশুকে দেখছি আমি তোমার কোলে কি ভাগ্য তার সে তোমার কোলে দোলে। ভালো হত একটা ছাগল ছানা হলে তবে তুমি আদর করে নিতে কোলে। এবার মরে ছাগল হব রাখছি বলে দুলতে যে খুব ইচ্ছে করে তোমার কোলে। ♥ ০ পরে পড়বো ২১৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন