এই শহর এখন নিজেকে ভেজায় টক্সিক রক্তে
এম মনজুরুল ইসলাম
এই যে শহরটা দেখছেন- এখানে আমি এখন
কুকুর ও কুকুরের সাথে মানুষ ও
মানুষগুলোকে কুকুর হতে
দেখি, এখানে পোয়াতি
প্রেমিকাদের
তলপেট
থেকে খসেপড়া ত্যানা ও তুলোয় প্যাচানো সদ্যোজাত রক্তপিণ্ড কামড়ে ধরা গলির বেওয়ারিশ
কুকুরদেরকে টানা-হ্যাঁচড়া করতে
করতে আদিম উন্মাদনায়
মেতে উঠতে দেখি,
এখানে ধর্ষক
চোখগুলোকে শহরের
এমুড়ো থেকে
ওমুড়ো
সারারাত কান পেতে শুনতে দেখি আন-অথোরাইজড রিসোর্টগুলো থেকে ইথারে ভেসে আসা
শরিফ-শরিফাদের পৌরাণিক
অনুচ্ছেদ বিষয়ক
স্ট্যাটিক্যাল
মেলডি....
এই যে শহরটা দেখছেন- এখানে এখন বিশাল জনসভায় সমতার কথা বলতে গিয়ে
সমকামী হওয়ার কথা বলা হয়,
এখানে মিছিলের নামে
মানুষের রক্তে
ভেজানো হয় বৃদ্ধ ও মুরুব্বি
দেয়াল গ্রাফিতিগুলোর
রঙঢিলা ন্যুব্জ
শরীর, এখানে
'আমি-তুমি'
কিংবা
'তুমি-আমি'র
সংজ্ঞা খুঁজতে গিয়ে আহত
হয় পুরোনো সংস্কৃতির
অবরুদ্ধ পায়ুপথ...
এই যে শহরটা দেখছেন- আমার কাছে এটা
এখন কেবলই দুঃসময় ও ভালোবাসার
নৈমিত্তিক দুঃসহবাস। এখানে একলা
মানুষ মানে তার কেউ নেই,
এখানে একজন
রিফিউজি
মানুষ
মানে অভিজাত এলাকায়
সে শুধুই শহরের
পরিত্যক্ত
পণ্য.....
এই যে শহরটা দেখছেন- এখানে নয়াপল্টন
জ্বলে ওঠে ধ্বনি প্রতিধ্বনি আর
জন্মকর্মের অগ্ন্যুৎপাতে,
এখানে 'ভালোবাসব'
বললেই হতে
হয় টক্সিক
প্রেমিক....
৩০/০১/২০২৪ খ্রি.
কুকুর ও কুকুরের সাথে মানুষ ও
মানুষগুলোকে কুকুর হতে
দেখি, এখানে পোয়াতি
প্রেমিকাদের
তলপেট
থেকে খসেপড়া ত্যানা ও তুলোয় প্যাচানো সদ্যোজাত রক্তপিণ্ড কামড়ে ধরা গলির বেওয়ারিশ
কুকুরদেরকে টানা-হ্যাঁচড়া করতে
করতে আদিম উন্মাদনায়
মেতে উঠতে দেখি,
এখানে ধর্ষক
চোখগুলোকে শহরের
এমুড়ো থেকে
ওমুড়ো
সারারাত কান পেতে শুনতে দেখি আন-অথোরাইজড রিসোর্টগুলো থেকে ইথারে ভেসে আসা
শরিফ-শরিফাদের পৌরাণিক
অনুচ্ছেদ বিষয়ক
স্ট্যাটিক্যাল
মেলডি....
এই যে শহরটা দেখছেন- এখানে এখন বিশাল জনসভায় সমতার কথা বলতে গিয়ে
সমকামী হওয়ার কথা বলা হয়,
এখানে মিছিলের নামে
মানুষের রক্তে
ভেজানো হয় বৃদ্ধ ও মুরুব্বি
দেয়াল গ্রাফিতিগুলোর
রঙঢিলা ন্যুব্জ
শরীর, এখানে
'আমি-তুমি'
কিংবা
'তুমি-আমি'র
সংজ্ঞা খুঁজতে গিয়ে আহত
হয় পুরোনো সংস্কৃতির
অবরুদ্ধ পায়ুপথ...
এই যে শহরটা দেখছেন- আমার কাছে এটা
এখন কেবলই দুঃসময় ও ভালোবাসার
নৈমিত্তিক দুঃসহবাস। এখানে একলা
মানুষ মানে তার কেউ নেই,
এখানে একজন
রিফিউজি
মানুষ
মানে অভিজাত এলাকায়
সে শুধুই শহরের
পরিত্যক্ত
পণ্য.....
এই যে শহরটা দেখছেন- এখানে নয়াপল্টন
জ্বলে ওঠে ধ্বনি প্রতিধ্বনি আর
জন্মকর্মের অগ্ন্যুৎপাতে,
এখানে 'ভালোবাসব'
বললেই হতে
হয় টক্সিক
প্রেমিক....
৩০/০১/২০২৪ খ্রি.
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন