ভালোবাসার জন্য খণ্ডিত বুকের পৃষ্ঠায় লিখব দীর্ঘতম দ্বিমুখী কবিতা

এম মনজুরুল ইসলাম এম মনজুরুল ইসলাম

ভালোবাসা হবে?
ভা
লো
বা
সা?

যে ভালোবাসা একটি গ্রাফিক দুঃসময়ের নিচে দাঁড়িয়েও দেখাবে ভেঙেপড়া রাতের
স্বরচিত এক পোয়াতি শহরের
উন্মুক্ত গর্ভাশয়,
দ্বিখণ্ডিত করতে শেখাবে
সন্ধ্যার সত্যবদ্ধ দুঃশাসন, প্রিয়তমার
অপেক্ষায় না থেকে বক্ষলগ্নে
লিখে দেবে 'তুমি-আমি'র
দীর্ঘতম দ্বিমুখী
কবিতা...

একটি ভালোবাসার বাস্তুচ্যুত শুষ্ক ভ্রূণকে
পোস্টমর্টেম করতে গিয়ে যে ভালোবাসা
নরমাংসভুক হয়ে উঠবে, তরুণ
কুকুরদের মতো উদ্বৃত্ত
শরীর থেকে
নিজেকে বিচ্ছিন্ন করে উপবাসে কাটাবে
সহস্র বছর- তেমন একটা স্নায়ুবিক
ভালোবাসা হবে? খতিয়ান
ভিত্তিক ভালোবাসা?
স্বাস্থ্যবতী
ভালোবাসা?

হবে?

মঙ্গা
কবলিত
ভালোবাসা?

হবে নাকি?
ভালোবাসা?
রক্তসমেত ভালোবাসা?

হবে?
ভালো
ভালোবাসা.....

১৪/০৫/২০২৩ খ্রি.
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন