এম মনজুরুল ইসলাম

কবিতা - প্রেমিক হতে চাই না, মানুষ হতে চাই আবার

এম মনজুরুল ইসলাম

আমি আর কারও প্রেমিক হতে চাই
না, কারও অসুস্থ হৃদয় ছুঁয়ে শুনতে চাই না উষ্ণ নৃত্যের যুগপৎ স্লোগান! একটি অনুগত
চুম্বনের জন্য যেতে চাই
না কারও বুকের
নিষিদ্ধ
গণভবনে….

এখন আমি ‘মানুষ’ হতে চাই, উল্লেখযোগ্য একজন মানুষ!
তবু আর কারও প্রেমিক নয়! মানুষ
হয়ে ভালোবাসতে চাই একজন
জীবাণুমুক্ত মানুষকে, তাকে
ভালোবাসতে বাসতে
হতে চাই বিশুদ্ধ
পুরুষ…

তবু নতুন করে আর কারও প্রেমিক হতে
চাই না, চাই না এবং
চাই-ই না….

০৯/০৩/২০২৩ খ্রি.

১৮৭
মন্তব্য করতে ক্লিক করুন