আমার রাত পোহালো
ঐশী ভট্টাচার্য
আমার রাত পোহালো,
তারা গুলি মিটমিট করে,
তোমার স্মৃতির আভায়,
আবেগের রঙে ভরে।
বিরহের দহন নিভতে,
চাঁদের হাসি শূন্য,
প্রেমের মিষ্টি ছায়ায়,
আছে কষ্টের গুণ্ঠন।
তোমার প্রতিটি কথা,
মনে গাঁথা রজনী,
মায়ার নেশায় জড়ানো,
মিশে আছে ভোরবেলায় সজল বাণী।
শূন্যতা নিয়ে গড়া,
এই অন্তরে দাগ;
তোমার অভাবে হারিয়ে,
সন্ধ্যা হলো আর এক রাগ।
আমার রাত পোহালো,
তবুও তুমি হারা,
আক্ষেপের বুকে শুয়ে,
বুকের গভীরে আছে তপ্ত আশা।
ভালবাসার ছোঁয়া যেন,
জেগে থাকে চিরকাল,
আমার রাত পোহালো,
তবুও তুমি হারা, যেন স্বপ্নের কাল।
তারা গুলি মিটমিট করে,
তোমার স্মৃতির আভায়,
আবেগের রঙে ভরে।
বিরহের দহন নিভতে,
চাঁদের হাসি শূন্য,
প্রেমের মিষ্টি ছায়ায়,
আছে কষ্টের গুণ্ঠন।
তোমার প্রতিটি কথা,
মনে গাঁথা রজনী,
মায়ার নেশায় জড়ানো,
মিশে আছে ভোরবেলায় সজল বাণী।
শূন্যতা নিয়ে গড়া,
এই অন্তরে দাগ;
তোমার অভাবে হারিয়ে,
সন্ধ্যা হলো আর এক রাগ।
আমার রাত পোহালো,
তবুও তুমি হারা,
আক্ষেপের বুকে শুয়ে,
বুকের গভীরে আছে তপ্ত আশা।
ভালবাসার ছোঁয়া যেন,
জেগে থাকে চিরকাল,
আমার রাত পোহালো,
তবুও তুমি হারা, যেন স্বপ্নের কাল।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন