রাসেল নির্জন

কবিতা - ধূসর বিকেল

রাসেল নির্জন

ধূসর বিকেল
রাসেল নির্জন

শান্ত ধূসর এই বিকেলে ,
উদাসী আমায় টানে প্রকৃতির শোভা;
মেঘের আড়ালে লুকানো,
সূর্যের শেষ আভা।

হৃদয়ের গহীনে ডুবে শুনি,
পাহাড়ের বাঁকে বাঁশির সুর,
পাহাড়ী নদীর স্রোত যায় যে কতদূর,
মনের কোণে বাজে বেদনার রূর!

পাতার নীচে পড়ে থাকা,
হারানো কিছু দিনের গান,
একলা পথের বাঁকে বাঁকে,
বাঁশির সুরে মিশে যায় প্রাণ।

মেঘের ছায়ায় ঢাকা,
প্রকৃতির মাঝে ধূসর ছোঁয়া,
বিকেলের বাতাসে ভাসে,
আকাশের নীলিমায় শেষ সূর্যছায়া!
©Rashel Nirjhon

৩১০
মন্তব্য করতে ক্লিক করুন