Wed, 30 Oct, 2024
নতুন দিন
রাসেল নির্জন

নক্ষত্রেরা নিভে নি, তবু কোথায় হারায়,
দিনলিপির শুরু হয়, নতুন রোদে সাজায়;
সোনালী রঙ বৃক্ষের পাতায় পাতায় ,
প্রভাতের আলো ছড়ায় দিগন্তের সীমানায়!

আলোর প্রথম স্পর্শে নতুন আশা জাগে,
পাখির কূজন ভরে ওঠে চারিপাশে,
এগিয়ে চলে প্রাণ, একমুঠো সপ্ন নিয়ে,
নতুন দিনের যাত্রা অন্তহীন প্রত্যয়ে!

নবফুলের গন্ধে মাতোয়ারা চারিপাশ,
শুভ্র সকালে কাশফুলের ছোঁয়া, নীল আকাশ,
সোনালী রশ্মিতে দ্যুতি ছড়িয়ে যায়,
পতঙ্গেরা নাচে, বাতাসে উড়ে বেড়ায়!

এ যেন এক নতুন সূর্যের আলিঙ্গন,
প্রকৃতির কোলে, জেগে ওঠে জীবন!
©Rashel Nirjhon

৩৭৭
মন্তব্য করতে ক্লিক করুন