জাগো পুরবাসী
ড. এস এম শাহনূর
নির্ঘুম চোখ ভরা স্বরনদ্বীপের স্বপ্নে
জীবন সাগরে ঝড়ে পরা এক তরী,
দৈনিক শতবার ডুবি শতবার বাঁচি
ষড় রিপুর যাঁতাকলে শতবার হারি।
হে কান্ডারী হুঁশিয়ার;
একমুহূর্ত গাফেল হলে
গর্জে ওঠবে স্বৈরাচার।
হে ছাত্র-জনতা হুঁশিয়ার;
একমুহূর্ত গাফেল হলে
ডুবে যাবে পারাপার।
মাঠে ঘাটে রাজপথে মানবতার গান,
সম্প্রীতির বাংলায় ঝরেনা যেন প্রাণ।
গাণিতিক বিচারে নগণ্য হয় বিপ্লবী
কিছু হয় ত্যাগী, অধিকাংশ ভোগী।
সংখ্যায় অধিক সুবিধাভোগী,
অর্ধাহারে কাটছে যারা ত্যাগী।
১২ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ।
হাজী মহসীন, ঢাকা।
জীবন সাগরে ঝড়ে পরা এক তরী,
দৈনিক শতবার ডুবি শতবার বাঁচি
ষড় রিপুর যাঁতাকলে শতবার হারি।
হে কান্ডারী হুঁশিয়ার;
একমুহূর্ত গাফেল হলে
গর্জে ওঠবে স্বৈরাচার।
হে ছাত্র-জনতা হুঁশিয়ার;
একমুহূর্ত গাফেল হলে
ডুবে যাবে পারাপার।
মাঠে ঘাটে রাজপথে মানবতার গান,
সম্প্রীতির বাংলায় ঝরেনা যেন প্রাণ।
গাণিতিক বিচারে নগণ্য হয় বিপ্লবী
কিছু হয় ত্যাগী, অধিকাংশ ভোগী।
সংখ্যায় অধিক সুবিধাভোগী,
অর্ধাহারে কাটছে যারা ত্যাগী।
১২ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ।
হাজী মহসীন, ঢাকা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন