আজব টাকা
মোঃ মাহিম খান
বন্ধু-স্বজন কেউ থাকে না
টাকা বিহীন পকেটে,
তাই তো টাকা আজব জিনিস
আপন বলেই সেটাকে।
বিয়ের পিঁড়িতে বসবে যখন
আসবে সবাই জানতে,
জামাই বাবুর আছে কত
ব্যাংকে আর বাড়িতে?
পকেট ভরা থাকলে টাকা
জুটবে বউয়ের কপালে
সোনা-গয়না, শাড়ি-চুড়ি
স্বামীও ভালো তাহলে।
সমাজ তোমায় করবে সালাম
টাকাওয়ালা হও যদি,
নাহয় তোমায় চিনবে না কেউ
যতই ভালো হও তুমি।
"টাকা দিয়ে হয় না কিছু"
শোনায় যারা সবাইকে,
মঞ্চ থেকে নামার পরে
তারাও টাকা ভরে পকেটে।
টাকার জন্য বাবার লাশটি
আটকে রাখে মর্গে,
অথচ, সবাই জানে টাকা নিয়ে
যাবে না কেউ স্বর্গে।
পকেট শূন্যে প্রিয় মানুষও
হাত ধরে যায় অন্যের,
এবার তো ভাই ছুটে চলো
টাকা আয়ের জন্যে।
টাকার উপর নাই কিছু নাই
যতই শোনাও বাণী,
টাকা আছে যার পকেটে
তাকেই তো আমরা মানি।
টাকা বিহীন পকেটে,
তাই তো টাকা আজব জিনিস
আপন বলেই সেটাকে।
বিয়ের পিঁড়িতে বসবে যখন
আসবে সবাই জানতে,
জামাই বাবুর আছে কত
ব্যাংকে আর বাড়িতে?
পকেট ভরা থাকলে টাকা
জুটবে বউয়ের কপালে
সোনা-গয়না, শাড়ি-চুড়ি
স্বামীও ভালো তাহলে।
সমাজ তোমায় করবে সালাম
টাকাওয়ালা হও যদি,
নাহয় তোমায় চিনবে না কেউ
যতই ভালো হও তুমি।
"টাকা দিয়ে হয় না কিছু"
শোনায় যারা সবাইকে,
মঞ্চ থেকে নামার পরে
তারাও টাকা ভরে পকেটে।
টাকার জন্য বাবার লাশটি
আটকে রাখে মর্গে,
অথচ, সবাই জানে টাকা নিয়ে
যাবে না কেউ স্বর্গে।
পকেট শূন্যে প্রিয় মানুষও
হাত ধরে যায় অন্যের,
এবার তো ভাই ছুটে চলো
টাকা আয়ের জন্যে।
টাকার উপর নাই কিছু নাই
যতই শোনাও বাণী,
টাকা আছে যার পকেটে
তাকেই তো আমরা মানি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন