রিক্তরাতের নীলাম্বরী

মিলন সব্যসাচী মিলন সব্যসাচী

রিক্তরাতে দীর্ঘশ্বাসে দোলে নীলাম্বরী
তন্দ্রাহারা চোখ চুয়ে নীলস্বপ্ন গলে গলে পড়ে
কামগন্ধ মাখা তার পুষ্পিত শরীর।
বাসনার অলিগলি, স্বপ্নঘর, বিষাদের বন্দরে
ঝরে অশ্রুবৃষ্টি।

কষ্টে কাঁদে মাটির গিটার।

তার মনে পড়ে
মনে পড়ে সুদূর অতীত।

চোখের কোটরে জ্বলে ওঠে শুধু অদৃশ্য আগুন
জাগে কষ্ট-কোলাহল
জেগে থাকে সর্বভূক-নদী।

সর্বগ্রাসী রক্তনদী, উষ্ণস্রোত, স্রোতের উষ্ণতা-
নিতম্ব সোহাগী ঢেউ, মৌণতন্ত্র, বিষন্ন বিষদে
মাতাল মুদ্রায় নাচে, কাছে ডাকে ইশারা ভাষায়
ডলার,পাউন্ড পেলে নাচে নম্র নীলাম্বরী শাড়ি।

নিয়মের পাশাপাশি নিষিদ্ধ নিয়ম
দূরাকাশে ডানা মেলে রাতের বাতাসে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন