হাসান জামান

কবিতা - এক আকাশ স্বপ্ন আমার

লেখক: হাসান জামান

আমি স্বপ্ন দেখা কখনো ছাড়িনি
স্বপ্নের কাছে ঋণী
স্বপ্ন আমাকে ঘুমাতে দেয়না
ছুটে আসে প্রতিদিনই।
শৈশব কৈশোরে স্বপ্নেরা ছিলো সাথী
পৃথিবী জয়ের স্বপ্ন ছিলো মনে
বখতিয়ারের অশ্বারোহী হয়ে
বঙ্গ বিজয়ী হয়ে যাবো রাতারাতি!
স্বপ্নে দেখি মৎস্য রাজ্য গাঁয়ের পাশের বিলে
হাজার রঙিন ধরছি মাছ বন্ধুরা সব মিলে
ছোঁ মেরে সেই মাছ কেড়ে নিয়ে গেলো
হিংসুটে এক চিলে!
স্বপ্নে আমি কতোনা রাত পাহাড় চূড়ায় উঠি
নদীর ওপাশে ঘন জঙ্গল সেখানেই যাই ছুটি
দেখি অবাক সর্পনগরী নাগরাণীর বাস
আমায় ধরেছে ঘিরে, ভয়ে বন্ধ আমার শ্বাস
উঁচিয়ে ফণা সর্পরাণী করে আনন্দে লুটোপুটি
ঘুমের ঘোরে জড়িয়ে ধরি মাকে
ভীষণ আঁতকে উঠি!
ছেলেবেলার স্বপ্ন গুলো ঝাপসা হয়ে আসে
এক আকাশ স্বপ্ন আমার রাত্রি জেগে থাকে
একটি নদীর মৎস্য কন্যা আজো,
স্বপ্নে আমায় ডাকে
স্বপ্ন দেখার গল্প গুলো বড্ডো ভালোবাসে!

৮৯
মন্তব্য করতে ক্লিক করুন