কবিতা - অনুকাব্যের আচার ১ ২ ৩

লেখক: মোঃ আব্দুল মজিদ এনডিসি

অনুকাব্যের আচার ১ ২ ৩
(Fully Figurative and Satirical)

১.কবির ভাবনা
আসলো চৌদ্দ, ঊনচল্লিশ, তারপর
প্রশ্ন জাগে কেবলই-আছে আর
কত-কত
হয়তো শূন্য শূন্য, কেবলই শূন্য
হয়তো বা চলছে নিরন্তর অগ্নিপূর্ণ
শত-শত
 
২.ওরা কারা
কেউ কাঁদে, কেউ হাসে
কেউ গায়, কেউ নাচে
কেউ খেলে, কেউ খায়
কেউ ভাবে, কেউ ঘুমায়

ওই ছোটে ওই যারা
বল মোরে ওরা কারা?
নাম-ধাম-কাম হারা
…… …… বাচ্চারা
 
৩.পুকুর চুরি
তিলোত্তমা স্বপ্নপুরী
ঘটল সেথায় পুকুর চুরি
মায়ে কাঁদে বাপে কাঁদে
কাঁদছে কত স্বজন
রাজা আছে স্বপ্ন-ঘোরে
বরকন্দাজে দাও যে মারে
স্বপ্নপুরীর স্বপ্ন নিয়ে
ভাবছে বসে কজন!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন